কথায় কথায় আঁকা হতো নদী
হয়তো তোমার মনে আছে সবই।  
তারপরও তো
ভুলে যাওয়ার এই শহরে
তোমার ফেলে যাওয়া আলোয়
অনেক আঁধার করে।  


হারায় নদী অন্ধকার গলির মতোই।
না হারালে খুঁজে পাওয়া
যায় কি বলো।  
না ভুলে গেলে
মনে রাখার অধিকার
আজ কই হলো?


আজ হয়তো তোমার মনে
আছে সবই।
তবু ভুলেই যেও  
কথায় কথায় আঁকা হতো নদী।