“যুদ্ধ নয়, শান্তি চাই”-
সীমান্তে মৃত সৈন্য চাই
ভাই ভাইয়ে বিবাদ চাই,
ভালোবেসে মন ভাঙতে চাই
লোভী খুনি আর প্রতারক চাই,
হত্যা, আত্মহত্যা চাই!
উরতের মাঝে প্রশ্ন করে-
স্বর্গ নরক কোনোটা চাই?
প্রতিযোগিতায় নাম দিতে চাই –
হেরে যেতে চাই, জিতে যেতে চাই,
পাওয়ার পরেও শুধু চাই চাই!
সফলতা চাই ব‍্যর্থতা চাই,
যা পাবো না, তাই কেন চাই?
মিটিং মিছিল স্লোগান চাই,
সন্ত্রাসবাদ, বোমব্লাস্ট্‌ চাই।
ক্ষমতা নামক হাতিয়ার চাই
প্রতিবাদী মুখ এঁটে দিতে চাই।
ধর্মে ধর্মে বিরোধিতা চাই
ইমারত না উদ্ভিদ চাই ...?
চিন্তা রক্তে ক্যান্সার চাই
উন্নত রূপে ধ্বংস চাই,
ইনফ্লেশন, রিসেশন চাই
দুর্ভিক্ষ দুর্যোগ চাই!
কোলাহল আর যানজট চাই
তাও জানি না, কী কেন চাই!
সত্যিই কী এইসব চাই?
নির্বাক হয়ে শুধু দেখে যাই
অভিযোগ নিয়ে বেঁচে আছি তাই,
অবশেষে হবো এক মুঠো ছাই
ঘৃণা ভরা বুকে রোজ ভাবি তাই।