বিবেকের কাছে :


কত দর্প চূর্ণ হল
আমরাও চলে যাব একদিন,
খনিকের এই জীবনকে
কেন করে তোলো এত কঠিন?
খরস্রোতা রক্তে মিশে
যৌবন জোড়া একরাশ অভিমান,
জীবন যখন হিসেব নেবে
কোথায় পাবে প্রায়শ্চিত্তের সন্ধান?


শাস্তি :


কে বোঝাবে কোনটা ঠিক কী বা ভুল
কোন অপরাধের গুনছে মাশুল,
একাধারে অবিরত বিক্ষোভ, যার নেই কোনো  পাপবোধ
বিপরীতে বিষণ্নতা দিয়ে কোন ঋণ করে চলে পরিশোধ,
মিটিয়ে হিসেব পাবে মুক্তি
ভাগ‍্যের চাকা ঘুরবে আবার,
যাকে বলে সব নিয়তির খেলা
কেমনে পাবে তার থেকে নিস্তার।


খোঁজ :


সম্পর্ক কী সত‍্যিই জটিল?
না কী জটিল করেই বুঝি,
এই ছুতনায় আজীবন
মনের মানুষ খুঁজি।