১।।
ইতি বলে শেষ হলো। শেষ না শুরু সময়ের হাতে থাক
দীর্ঘ নিঃশ্বাসে পোড়া গন্ধ, দিনরাত যেমন যাচ্ছে যাক।
কিছু মূহুর্ত আজও স্থির, আশেপাশে সবই প্রবাহমান।
ভালোবাসা বাড়ি ফেরেনি তারপর। কান্নায় ভিজে বেড়েছে জ্বর, জিতে গেছে অভিমান।
নতুন করে স্বাধীনতার স্বাদ এঁকো
ভালো থেকো।


২।।
ইতি বলে শুরু করবো পুণরায়
এখন শুধু নিজেকে খোঁজার অভিপ্রায়।
কাল যে চেনা ছিল কাছে ছিল
গল্পের মতো থাকবে স্মৃতিতে, আর
অবসরের আলোচনায়।
সত্যি কী চেনা ছিল? কাছে ছিল?
এসবের আজ কী বা আসে যায়,
থাক সুখে জীবনের কিছু অন্ধকার অধ‍্যায়।