প্রতিদিনের মতো বড় রাস্তার অতি যানজট অতি সাবধানতায় অতিক্রম করে নির্জন গলির দিয়ে যেতে যেতে উপলব্ধি করি, আরো একবার বেঁচে গেলাম গতকালের মতো আর সেই মুহূর্তে আবার নিজেকে তৈরি করি প্রাণের বাজি রেখে আগামীকালের যানজটের প্রতিযোগিতায় নামার জন‍্য, এমন করে ঘুরতে থাকে অনির্দেশ‍্য দিনের চাকা। কোনো একদিন ঠিকই খুঁজে পাবো এ ছুটের উপযুক্ত গন্তব্য।


প্রতিবারের মতো যখন বন্ধুদের সাথে রাত জাগা আসরের যবনিকাপতন হয়, ঘুমের ঘোরে ভোর নামে, তখন কেমন যেন বিস্বাদ অনুভূতি জুড়ে মনে হয় আরো একবার প্রকৃত আনন্দের মুহূর্ত চলে গেলো আর গত আসরের স্মৃতিচারণের সাথে প্রতিশ্রুতি দেয় আবার কলোরব হবে আগামী আসরের রাতভোর। সেই আশায় চলতে থাকে জীবন, দ্বায়ীত্বভার, মান-অভিমান, হিসেব নিকেশ। কোনো একদিন ফের কলোরব করার অপেক্ষায়।


জীবনের প্রতিটি পরীক্ষার মতোই, সেদিনও মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম আরো একটা পরীক্ষার জন‍্যে, যেদিন তুমি জানিয়ে ছিলে, তুমি আর কোনো দিন ফিরবে না। তোমাকে ফেরানোর চেষ্টা করিনি এটাও যেমন ঠিক, ঠিক তেমনই তোমার না বাঁধা বাঁধন থেকে মুক্ত হওয়ার অপেক্ষা দু'বছরে পা রেখেছে। এই ব‍্যবধানের মাঝে বেড়ে উঠেছে কিছু নতুন সখ, কিছু অসমাপ্ত ইচ্ছের ইচ্ছে। কোনো একদিন এ পরীক্ষাতেও উত্তীর্ণ হবো, এই বিশ্বাস নিয়ে কাটতে থাক দ্রুতগামী দিনরাত, নতুন হিসেবের জীবন।