রাস্তার ধারে পড়ে আছে আবর্জনা,
গজিয়ে উঠেছে আগাছা, অসাংবিধানিক।
বইয়ের সেই অধ‍্যায় আজ নৈতিক কচকচানি,
প্রয়োগে অনুপযুক্ত।
বরাবর তাই মেনেছে দারিদ্র্যতা ব‍্যর্থতা উপেক্ষা করে,
আরো শক্ত করে আঁকড়ে ধরেছে যা শিখেছিল,
যা শিখিয়ে ছিল।
জন্মসূত্রে যা ধারণ করেছে শিরায় শিরায়, তা অচল, সেকেলে বলে ছুঁড়ে ফেলে দেয়,
ছুঁড়ে ফেলেছে বহুবার। বেড়েছে রাস্তার ধরে আবর্জনা।


লড়াই ব‍্যহত ছিল কোন কালে?
এমন ভাবে অন্তরদ্বন্দ্ব লড়তে হবে বোঝেনি,
বুঝতে চায় না।
জোড়ে গুঁজে দেয়, চাওয়া না চাওয়া একার হাতে কই!
বদমেজাজি ঠোঁটকাটা অসামাজিক কোনোটাই
হতে না পারার মাশুল গোনে পদেপদে।
নতুন করে বাঁচার সঞ্চয়টুকু লুটপাট করে,
রেখে যায় আবর্জনা।


উজ্জ্বল জমিতে জন্ম নিয়েছে পার্থেনিয়াম,
আত্মরক্ষার হিতে বিষিয়েছে অন্তর।