পাপ শুধুমাত্র পাপবোধে থাক
প্রায়শ্চিত্ত নিঃশ্বাস নিক একজীবন ব্যাপি,
অজেয় ইচ্ছারা ঘুরে বেরাক পথে পথে
অন্যের সাথে, অগোচরে,
এভাবে দিনের শেষ নামুক
নদীর ধারে বসে অস্ত যাক
কালো চোখে আরো কালো ঘনিয়ে আসুক

রাত জাগুক দগ্ধ শ্মশান
চিতার বুকে ভোর নামুক, আর
ভুলে যাক গতকালের কথা,
এতদিনের সর্ম্পক


কিছু মিথ্যে বিশ্বাসযোগ্য হয়ে থাকুক
অজুহাতে গোপন থাকুক ব্যর্থতা
অস্তিত্বের খোঁজ অব্যহত থাক
কিছু অসামাজিক স্বপ্ন ঘিরে ধরুক
রাত জাগুক বিভ্রান্ত দৈহিক ইচ্ছেরা

এভাবে বৃষ্টি নামুক
প্লাবনে ভেসে যাক সেইসব,
যা একতরফা, আর
ভুলে যাক গতকালের কথা,
এতদিনের সর্ম্পক