অশ্লীল রাত চাদরে মোড়া,
আগত রাতের ঠিকানা নখদর্পণে


খোলা উন্মুক্ত দৃষ্টি স্পর্শকাতর,
অসহ্য সংযম উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে!

দিনের লজ্জা রাত হতে হতে
লালসায় পরিনত হয়,
কখনও চলে দর্পচূর্ণের খেলা,
স্বেচ্ছায় উৎসর্গ করে
একমাত্র আচ্ছাদন উলঙ্ঘন করে।

গণ্ডী অতিক্রম করলে –
আরোপ দেয় না,
কলঙ্কিত হয় না,
শ্লথ্ গতিতে মৃত্যু দণ্ড দিয়ে যায়।


কীটনাশকে কীট মরে,  কিন্তু খিদে?