উষ্ণ হাওয়ায় উড়ে যায়
ধুলোর সাথে কিছু প্রাণহীন
নির্জন বাস স্ট্যান্ড থেকে,
দগ্ধ দুপুর ক্লান্ত


উড়িয়ে নিয়ে যাবে কোথায়?
লাশকাটা ঘরে নতুবা
চেনা পরিচিত নরকে দিনের শেষে


সময় ঘোরার সাথে
শেষ নিঃশ্বাসটুকু কিনে নিতে চায়
বেঁচে থাকার বিনিময়, আর
না চাইলে ভাল হয়
এমন ইচ্ছে অপরাধ হয়ে ওঠে
জন্ম সূত্রে পাওয়া ভাগ্যের তিক্ততায়।


উষ্ণ হাওয়ায় পুড়ে যায়
কিছু অদৃশ্য জীবন্ত
শূন্য এ মন থেকে –
মৃত্যু বোধ হয় এমনও হয়!