লেখাতে মন নেই,
খাতা কলম ছেড়ে মন চাইছে
পাখি হয়ে দিগন্ত ভ্রমণ করে আসি


মন চাইছে তোমায় নিয়ে কিছু লিখি,
আবার চাইছে তোমার চিন্তা হতে


এই ছুতোয় সব সময় তোমার কাছে তো
থাকতে পারবো।


চাইছে সাদা কাগজকে পায়রা করে
উড়িয়ে দিই,
এরোপ্লেন হয়ে সে ঘুরবে দেশ-বিদেশ
জানবে পৃথিবীর নানা অজানা তথ্য,


শান্তির বার্তা ছড়াতে না পারলে
লিখব তার লাল হওয়া দেহের কাহিনী।


আজ তার একটাও কবিতা লিখব না,
শুধু ঘুমিয়ে ঘুমিয়ে সাজাবো মঞ্চ,
লিখব স্ক্রিপ্‌ট্‌, বলবো ডায়ালগ্‌,
হবো দর্শক।