কিছু ঘটনা ছিল সেই সময়ের
সারা দিনের ব্রেকিংগ নিউজ।
তুমিই ছিলে প্রতিদিনের শিরোনামে, আর
শহরের আনাচে কানাচে ঘটেছিলো কত ঘটনা,
কত প্রতিশ্রুতি লেখা হয়েছিলো মনের অন্তরালে,
কত ছবি ছেপেছিলো চোখের দেওয়ালে,
বেশ চলছিলো খবর তৈরির খেলা।


এমনি এক সারাটা দিন বয়ে যায় তুমুল ঝড়
উড়ে যায় সবকিছু, এক ফোঁটা বৃষ্টি ঝ’ড়ে নি সেদিন,
তারপর কত ছুটি কত উৎসব কেটে গেছে
সেদিনের খবর আর কখনো প্রকাশ হয়নি,
তারও কোনো খবর কোথাও খুঁজে পাওয়া যায়নি।


রেল স্টেশন ছেড়ে এগিয়ে যায়
দৃষ্টি সীমার বাইরে প্রতিদিনের মতো,
কিছু অদৃশ্য স্মৃতি তখনও দাঁড়িয়ে থাকে নির্বাক।


আজ পুরনো সব খবরের তৈরি হয়েছে ঠোঙা,
যার কাজ ফুরলে ছুঁড়ে ফেলা যায় অনায়াসে।