পিপড়ের মতো এগিয়ে চলেছে
পরিক্ষার দ্বারা যাছাই করে নেয় সত্ত্বা


পার্থক্য শুধু উন্নত চাহিদার -
আকার আছে, নাম আছে
কিন্তু অন্তহীন।


ঘিলু খেয়ে বেড়ে উঠেছে কাঁকড়ার বংশ
প্রাপ্তির স্বাদ হয় ক্ষণস্থায়ী


পেটের ভিতর খিদের দাবানল
আরো পাওয়ায় খিদে, আরো চাওয়ার খিদে।


প্রয়োজন নির্ধারণ করে যোগ্যতার স্তর
যুক্তির ভিত্তিতে কেউ  যোগ্য নয়,
আসলে বিনিময়ের ধরন বদলেছে
বদলায়নি প্রথা।


একে অপরের পরিপূরক হয়ে ওঠার প্রচেষ্টায়
হয়ে উঠে স্বপরিপূরক।


বেড়েছে প্রতিযোগিতা,
ব‍্যস্ততার গোপনে ব‍্যবধানের ব‍্যাপ্তি
ধারণায় বাড়ায় অদৃশ্য সীমারেখা


নির্বোধ আগামীর জন‍্য বরাদ্ধ হয়
সহানুভূতিহীন জেতার কৌশল।