আমার অনুভূতি দিয়ে তোমার সংকোচ স্পর্শ করতেই
তোমার বাহুর মালা কন্ঠে পরিয়ে দিলে গৃহের ঈষৎ তমসায়,
তোমার উষ্ণ নিশ্বাসের আকর্ষণে সর্বাঙ্গে ছুটেতে শুরু করলো সহস্র উন্মত্ত অশ্বের দল।
আমি বৃক্ষমূলের মতো জড়িয়ে ধরি তোমার ভূতল,
হৃদ স্পন্দনের সংঘর্ষে তড়িৎ খেলে যায় তোমার নারীত্বে।
তোমার গন্ধে নিমগ্ন ওষ্ঠের আলিঙ্গন দৃঢ় ঘন দীর্ঘ হয়ে ওঠে,
সোহাগের কৌশলে উৎসর্গ করো তোমার সর্বস্ব।
অতি সন্তর্পণে পরস্পরের গভীরে প্রবেশ করি স্নিগ্ধ উন্মাদনায়, স্পৃহার জোয়ারে পরিপূর্ণ হয়ে উঠেছি উভয়,
এখন দু'জন কোথায়?
এখন আমরা অর্ধনারীশ্বর
এখন আমরা সৃষ্টির প্রতীক
এখন আমরা অনাবৃত প্রকৃতি