এক স্নিগ্ধ সকাল ছিল বৃষ্টিস্নাত মেঘলা।
উত্তর-পশ্চিমের পথটার পাশে আকাশমণির সারি
মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এক ক্ষুদ্র জবা গাছ
আকাশমণির চূড়ায় তাকিয়ে হিংসে করে হয়তো!
অপরাজিতা বলে, "জবা না পারুক, আমি পারবো!"
অপরাজিতার খুব অহংকার, জবাকে বলতো
"আমি তোমার চেয়ে দ্রুত বেড়ে উঠি, তুমি মন্থর।"
জবার শাখা প্রশাখা বেয়ে তার তড়তড় করে উঠা
সে হতে চায় আকাশমণির মতো, ছুঁতে চায় আকাশ।
কিন্তু সে যে পরনির্ভরশীল, এই তার সীমাবদ্ধতা।
জবাগাছ যতটুকু উঁচু, তার চেয়ে উঁচুতে কিভাবে উঠবে?
বাড়তে বাড়তে অপরাজিতা জবার চূড়ায় পোঁছালো।
আরো উপরে উঠতে গেলো, কিন্তু নুয়ে পড়লো।
অপরাজিতা আফসোসের সুরে জবাকে বলে,
"আমার স্বপ্ন কি তবে এখানেই শেষ হয়ে গেলো?"
জবা হাসে, "পরনির্ভরশীলদের বেশি স্বপ্ন দেখতে নেই!
তাতে মনের কষ্ট আর আফসোসটাই কেবল বাড়ে!"
সেখানেই চূর্ণ হলো অপরাজিতার অহংকার।


তারিখ : ০৮.০৭.২০২০