যুগান্তর তবে ঘটেছে, কিন্তু
ঝিলের টলমল স্থির পানি
সোনা রোদের ঝিকিমিকিতে উজ্জ্বলতর
হয়ে ধরা দেয় চোখে, এখনো।
উষ্ণ সুগন্ধিতে ভরা বাতাস
এখনো ধান ক্ষেত দুলিয়ে যায়, মৃদু গতিতে
ঘুড়ি ওড়ানো ভরদুপুরগুলো এখন
শুধুই রাতের ঘুমে স্বপ্ন হয়ে ফেরে; আর
বহু বহু আগে ফিরে যেতে চাওয়া মন
পিপাসুর দৃষ্টিতে চেয়ে থাকে
মৃত হেলেঞ্চার গায়ে বসে থাকা
একটি ছোট সবুজ ঘাসফড়িংয়ের পানে


তারিখ : ১০.১১.১৮