দূর আকাশে চাঁদ উঠেছে, সে কি আমার হবে?
চাঁদের দিকে হাত বাড়িয়ে লাভ কি বলো তবে?
একলা রাতে একলা আমি, একলা ঘরের কোণ
বিষাদ ভেলায় ভেসে চলে আরো একলা মন


হৃদয় বাগান ভীষণ খালি, ফুল ফোটেনি তাতে
চোখের দৃষ্টি অপলক আর রিক্ততা দুই হাতে
বাঁশবাগানে রব তুলেছে রাতের জমকোকিল
ব্যথার মেঘের ঝড় উঠেছে, মেঘেদের রঙ নীল


বর্ষা আসুক, বৃষ্টি নামুক, ভিজে যাক এ প্রাণ
দু'চোখ ভিজুক, দু'হাত ভিজুক, সবকিছু যে ম্লান
আকাশ উদার; আমি না হয় আকাশ হয়েই থাকি
কত কথা ছিল বলার, থাকুক না হয় বাকি!


তুচ্ছ আমি, শুন্য আমি, এই পৃথিবীর বুকে
ভালোবাসার লেনাদেনা সকল গেছে চুকে
অপেক্ষা যে কেন তবু, নিজেই পাইনা খুঁজে
কি আশা যে মনে বাঁধা, উঠিনা হায় বুঝে!


তারিখ : ০৯.০৮.১৯