কতদিন হলো তোমার নরম আঙুল
আমার রুক্ষ গালের করুণ ভাঁজ স্পর্শ করে না!
রোজ রাতে হারিয়ে যাওয়া এখন থেমে আছে
কল্পনায় ডানা মেলে উড়তেও মনের বারণ আছে
সকাল দুপুর পেরিয়ে রঙিন বিকেল আসে
পশ্চিম দিগন্তে সূর্য হেলে পড়তে থাকে
গাছের মগডালে বসা চিলের ছায়া দীর্ঘতর হয়।
মন দেখেও দেখে না, উদাসীনতা গ্রাস করেছে।
আমার বুকটা এখন ভীষণ ভারী
শূন্যতা চেপে ধরেছে, তার পাঁচ আঙুল দিয়ে।
বেলা অবেলা সবই নিস্তেজ, নিষ্প্রাণ
প্রাণ ফেরানোরও কোনো তাড়া নেই
দিবারাত্রিতে বিষন্নতার খুব ধূসর ছাপ!
সবকিছু ঝাপসা, চোখ আর কত সামলাতে পারে!


তারিখ : ১২.০২.১৯