আজ আবারো সেই বহুল প্রতীক্ষিত জ্যোৎস্না
পৃথিবীর পথগুলোকে করেছে সাদায় শোভিত; আর
আমার হাতে এখনো এক অদ্ভুত রকমের শূন্যতা
আর দৃষ্টিতে ওই দূর আকাশের আলোর পূর্ণতা


কিন্তু কেউ জানেনা দৃষ্টিতে আরো কিছু যে আছে
কেউ কোনোদিন খোঁজার বা দেখার চেষ্টাও করেনি
সেই জন্ম হতে জন্মান্তর ধরে হয়ে চলা জীবনচক্রে
আমি খুঁজে বেড়াচ্ছি কোনো এক কোহিনূরকে


না, এ কোহিনূর আবার সে হীরের কোহিনূর নয়
সে কোহিনূর সংঘাত সৃষ্টি করে, এ কোহিনূর নয়
সে কোহিনূর অভিশপ্ত; কেড়ে নেয় যুবকের প্রাণ
আর এ কোহিনূর শুধুই আমার ভালোবাসায় পূর্ণ


আমার দৃষ্টি পিপাসুর মতো, আমি খুব ক্লান্ত আজ
জানিনা এ জন্মে আর কোহিনূর ধরা দেবে কিনা
এভাবেই একদিন চলে যাবো জন্মান্তরের গন্তব্যে
হয়তো কোহিনূর ওখানেই - অপেক্ষায় আছে আমার!



০৯.০৬.২০১৮