ভারী বিষাদে মিশে গিয়েছি আমি
চোখের অস্পষ্ট মলিন দৃষ্টি
বিশাল সরষেক্ষেতের শেষ সীমা পেরিয়ে
পাহাড়চূড়ার আকাশে গিয়ে ঠেকেছে।
সোনালী চিলের ডানা রোদে শুকায়,
দূর হতে লেবুফুল সৌরভ ছড়ায়,
মধ্যদুপুরে থেমে থেমে ঘুঘুর ক্রন্দন
বাতাসে মিশে গিয়ে হারায়!
কিছুই থাকে না, সবই ফুরিয়ে যায়!
তুমি ফুরিয়েছ, আমি ফুরিয়েছি
মিছেমিছি খেলার দিন ফুরিয়েছে
এই দিনের আলোও ফুরোবে
পৃথিবীতে নামবে আরেকটি করুণ রাত্রি
উদাসনীতায় ভরা এক কালো রাত্রি!


১২.০৫.১৯