আমি এক টুকরো 一 মেঘ ছুঁতে চেয়েছিলাম
সন্ধ্যার অরুণিমা চোখের দৃষ্টিতে
আল্পনার মতো এঁকে দিতে চেয়েছিলাম
নির্মল হাওয়া 一 জলে ঢেউ খেলবে
আমার কাঁধে একটি ফড়িং থাকবে,
কৃষ্ণচূড়ার পরাগরেণু ছুঁয়ে আসা প্রজাপতিও!


অপরূপতায় আমি নিশ্চিহ্ন হয়েছি 一
সৌন্দর্য বারেবারে আমার মৃত্যুর কারণ হয়েছে।
দু-তিন বার নয়, দুশো-তিনশো-সহস্র-অজস্র বার!
আমি মরতে চাই 一 আরো অনেকবার


চিরন্তন পথের সন্ধান চেয়েছি 一 একমনে!
আমি পথিক একা 一 খুঁজে নেবো অনন্ত গন্তব্য
প্রিয়তমার ডাগর চোখের মায়া ভোলা যায় না
নিজের দীর্ঘশ্বাসও নিজের কাছে রয়ে যায়!


অভিমান জমে আমার হৃদয় পর্বত হয়েছে 一
পদ্মপাতার দু'ফোটা জল উড়ে গিয়ে
আকাশে মেঘ হয়েছে না আমার অশ্রু হয়েছে
আমি তা জানতে পারিনি, আজও!