একটি তারার খোঁজে
আমার কত রাত্রি কেটেছে নির্ঘুম
মেঘেরা সাক্ষী আছে, সাক্ষী দখিনা বাতাস
পৃথিবীতে নেমে আসা রাতের বটবৃক্ষও সাক্ষী
আমি বুভুক্ষুর মতো চেয়ে থেকেছিলাম
কোনোদিন দেখা পাবো এই আশায়।
মেঘেরা যার যার মত চলে গেছে
দখিনা বাতাস এসে দোলা দিয়ে গেছে
নির্ঘুম রাত্রিগুলো ভোর হয়ে গেছে
অন্ধকার কেটে বটবৃক্ষের ছায়াও বেরিয়েছে
কিন্তু আমার কাঙ্ক্ষিত তারা
কোনোদিন ধরা দেয়নি চোখের পাতায়!


তারিখ : ২৭.১২.১৮