আজ শ্রাবনের বারিধারায় তাঁরই স্মৃতি ঝরে
বারে বারে মনে পড়ে ভাবের কবি প্রাণের কবি ভালবাসার তাঁরে ।
আনন্দ প্রেম বেদনা নিয়ে ছিলেন যিনি মগ্ন হয়ে,
ছিল আঁকাবাঁকা হরেক পথে আলোর নিশানায় তাঁর অবাধ বিচরণ ।


জীর্ণ দেহখানি তাঁহার ভাসিয়ে দিলেন শ্রাবণধারায়
মহাজাগতিক আলোর দিশায় এমনই এক বৃষ্টিমুখর ২২শে শ্রাবন বেলায়।
______________________
অমিতাভ ( ২২শে শ্রাবন, ১৪২৭ বং)
* কবিগুরুর তিরোধান দিবসে তাঁকে স্মরণ করে এই নিবেদন ।