বুকের ভিতর কাঁপছে বুক চারিদিকে মৃত্যুদূত,
বিশ্ব জুড়ে হা হুতাসে চলে বাঁচার লড়াই হুলুস্থুল।
বাঁচা ? হ্যাঁ, স্বপ্নগুলো জিইয়ে বুকে আমিও যে বাঁচতে চাই।


জীবন যে আজ মরণ দেখে শুধুই হাড় পাঁজর কঙ্কাল,
বাঁচতে গিয়ে মরছি ক্রমে, সময়কে যে করছে ছিনতাই,
লড়তে লড়তে অসম্ভবের এই অসম লড়াই ।


আজ মানুষের শত্রু যে সে
যায়না দেখা অদৃশ্য সে,
মারছে যারে তারে কেমন ইচ্ছেমতন সে।


অতএব কি আর করা, বাঁচার যুদ্ধ যুদ্ধ খেলা, হয়েছি কেমন গ্লাডিয়েটার
নাকে ঠুলি মুখে ঠুলি - হাতে দস্তানা ওষুধ গিলি,
বন্দী হয়ে জুবু থুবু চার দেয়ালের আড়ে।


বাঁচতে হবে তা ভাল কথা, তবে কঠোর কৃচ্ছসাধনে
শুনছি অনেক গালভরা - কথা অনুশাসনের,
বাঁচতে চাও? তা মরে মরে ভাই বাঁচনা তোমরা হুলিয়ে।


আমি যে দেখি হায় মেঘে মেঘে বেলা যায়
দীপশিখাটি নিভছে জীবন সায়াহ্নের এই বন্দীতে,
লুন্ঠন করে নিল কেমন বিরাশিটি দিন কি নিষ্ঠুরতায় !


আছে কি কেউ এই বিশ্ব মাঝে কোথায় খোদা আজ ভগবান?
যে আমাকে ফিরিয়ে দেবে এমন জীবন সায়াহ্নে
আমার শেষ বেলাতে কেড়ে নেওয়া ঐ বিরাশি দিন স্বাধীন?
___________________________
অমিতাভ (১২.৬.২০২০) বাড়ি, সন্ধ্যা ৭-০০


** 'লকডাউনের' আজ ক্লান্তিকর অনিশ্চিত বিরাশিতম বন্দী জীবন।