একটু হাসি খুনসুটিতে আড্ডা জমুক না
একটুখানি মন খুলে সব হেসে উঠুক না।
একটু ঠাট্টা মসকরা আর একটুখানি ক্ষেপিয়ে দেওয়া
হোক না একটু খোলা মনে প্রাণোচ্ছল ঠাট্টা হাসি একটু রসিকতাা ।


ভুলে গিয়ে শঙ্খচিল, কাক কবুতর প্রকৃতি,
থোড় বড়ি আর খাড়া নিয়ে মেতেছে জীবন ।
ইট কাঠ পাথর প্রিয় দেয়াল বন্দী জঙ্গলে
বাঁচার নামে ধুঁকছি কেমন -দিন দিন প্রতিদিন,
যত স্বার্থ নিয়ে জড়িয়ে জালে ঋজুতা হারিয়ে ।
ওরা কেউ মরছে দেখি গামছা বেঁধে পেটে,
কেউ বা আবার হারিয়ে দিশা মরছে দেদার লুটে।
খোলা মন আজ হারিয়ে গেছে,
অমায়িক, প্রাণবন্ত - ওরা কেমন ব্রাত্য শব্দ আজ ।
গোমরা মুখে চোখ পাকিয়ে -
ভুলেই গেছি প্রাণ খুলে আজ হাসতে যে সবাই।
নকল সিকির মতোই কেমন আজ নকল এ'জীবন ।


প্রাণ খোলা এই আড্ডাটুকুই জর্জরিত বদ্ধ মনে -
একটু যেন মন্ডা মিঠাই একটু রসের স্বাদ,
পাচন খাওয়া তেতো মনে একটু অক্সিজেন !


তাই আড্ডাটাকে ভুলোনা ভাই
আড্ডা, আড্ডা -
হ্যাঁ একটুখানি আড্ডাটা ভাই হোক না প্রতিদিন।
------------------------
অমিতাভ (৭.১.২০১৬)