বাউন্ডুলে এক ক্ষেয়াল খোলা বাতুল এ'জীবন
চলছিল তার ছন্নছাড়া লাগাম বিহীন পথে ।
বড় নিবীড় করে বাঁধলি যে তোর মনের আঙিনাতে
মোহিনী তোর ভালবাসার আবীরে গুলালে ।


উড়ু উড়ু বেদুইন এ'মন , দিশাহীন তার যাত্রার পথ
যেন ঊষর মরুর ধূলিঝড়ে পথহারা পথিক বেহাল ,
এরই মাঝে কখন যেন পায় খুঁজে এক পান্থশালা,
পায় শীতল ছায়ে ক্লান্তির সুখ - এক আদূরী আঁচল ।


তোর ছোঁয়াতে প্রেমিক হলাম , এক ছন্নছাড়া ছন্দ পেল
আঁধার শেষে আলোর দিশায় অশান্ত মন শান্ত হল ।
তোর ইজেল ভরা উষ্ণ প্রেমের রং নিয়ে তুই রাঙ্গিয়ে দিলি
সাদা কালো ঠিকানাহীন উদ্বাস্তু বাউল মন আমার ।


নিষ্প্রাণ থিতিয়ে পড়া -
শুকনো জীবন নদী আমার ভরিয়ে দিলি তুই,
ভাসিয়ে দুকূল পাগলপারা -তোর ভালোবাসার সুখ প্লাবনে
মগ্ন আমি যাই ভেসে তোর প্রেমজোয়ারে পাইনা খুঁজে থৈ ।


ছুঁয়েছি আকাশ ভিজেছি আলোয়
চাঁদের জোছনায়,
হেঁটেছি দুজন সূর্যডোবা সোনাবেলায়
হাতে হাত চোখে চোখ অলস পায়ে পায় ।


আমি ধন্য হলাম পূর্ণ হলাম,
খুঁজে পেলাম তারে,
মরা গাঙ্গে উপচে পড়া -
সোহাগী তোর প্রেমজোয়ারে আদিগন্ত ভেসে ।
_______________________
অমিতাভ (২০।৭।২০২১)