এখানে দূর্ভিক্ষ মহামারী সন্ত্রাস বারমাস
চারিদিকে হাহাকার শুধুই অভাব,
এখানে দুঃখ আর যন্ত্রনারা অজানা অশেষ
কালো মানুষের এই দেশ ।


প্রকৃতির রোষে তার আপন খেলায়
বিচ্ছিন্ন হয়েছিল এই বিশাল তটভূমি
মূল ভুখন্ড হতে কোনও একদিন বড় অবহেলায়।
শ্বাপদ সঙ্কুল করে অজানায় বিচ্ছিন্ন করে রেখেছিল তারে
গুল্ম লতা আর ক্যাকটাসে ঢেকে - মরুভূমি দিয়ে।


দূর্গম সুগভীর অলঙ্ঘনীয় অজানা রহস্যময় এই আচ্ছাদিত দেশ -
আফ্রিকা তার নাম।


ভোরের আকাশে সূর্য এখানেও ওঠে
পাকা সোনা রং নিয়ে থালার মত-
বিশাল মহীরুহগুলো ওই বাও বাও গাছ
তাদেরই ফাঁক দিয়ে ওঠে আকাশের গায়।
এখানে জিরাফ হাতি মানুষেরা থাকে গলায় গলায়,
অজগর ময়ালের সাথে।
প্রকৃতি এখানে উঠেছিল বেড়ে স্বর্গীয় শোভা নিয়ে আপনার মনে
কালো মানুষের সাথে সাথে।


সইলনা তাও বেশিদিন !!
তথাকথিত এই আধুনিক সভ্য সমাজ
একদিন বাড়ালো তার রক্তমাখা হিংস্র করাল হাত,
শুরু হল লুন্ঠন রমন বলাৎ্কার – ওদের শোষনের নয়া পদাবলী।
সভ্য সমাজের কি উলঙ্গ উল্লাস!
কলঙ্কময় এক ইতিহাস লিখে যায় ওরা– ক্রীতদাস প্রথার পত্তনে।


বক্রহাসি হাসে মহাকাল আকাশের কোণে
কালো মানুষেরাও উঠেছে জেগে আপন মহিমায়।
দিকে দিকে আজ বেজে ওঠে দুন্দুভি আর নয় আর নয়।
লক্ষ বজ্রমুষ্টি ওঠে, কেড়ে নিতে তার জন্মগত স্বীয় অধিকার।
কান পেতে শোন ওই সাগরের তীরে
বাতাসের সাথে ভেসে আসে কালোমানুষের সুতীব্র দৃঢ় চিৎকার-
চাই – জন্মগত স্বীয় স্বাধীন অধিকার।


জাগুক প্রতিষ্ঠিত হোক ওই কালো মানুষেরা উন্নতশীরে
স্বীয় গুনে মহিমান্বিত হোক ওই মহাদেশ আফ্রিকা ...
--------------------
অমিতাভ (১২.৪.২০১৪)