ঝরো ঝরো ঝরে দেখি ধরণীর 'পরে
কূলহারা ওই বাঁধনহারা আজ বরিষে উল্লাসে,
জলনূপুরে ছন্দ তুলে এলোকেশি ওই আসে নেমে,
মানেনা সে আজ আর কোনোই বাধন ।
গগণে গরজে ওই মেঘ মল্লার
মেঘবালিকার ওই আকূল আহ্বানে,
ভুবনমোহিণী তার আজ অভিসার !


মন আমার আজ যায় যে ভেসে  
যাদুকরি কোন সে মোহে -
অবিচ্ছিন্ন কল্লোলিনী প্লাবনধারায় !
পারেনা আর রাখতে ধরে
মনকে যে আর  ঘরের কোণে
বৃষ্টি - ওরে কুহকিনী
একি ভুবন মোহিণী তোর পাগল নেশা !
------------------------------------
অমিতাভ(৭.৭.২০১৭)