গগণতলে জমেছে ওই
ঘন মেঘের মেলা,
চঞ্চল উতল ওরা
মেতেছে নৃত্যগীতের খেলায়,
সাজ সাজ রব শুনি ওই
কৃষ্ণ মেঘমালায়।


আষাঢ় ঘন গগণতলে
বিনোদিনী ওই মেঘবালিকা
নাচিছে ঘিরি ঘিরি
জলনূপুর দুপায় ।
চকিত আলোকে গগনভেদী
গুরু গম্ভীর বজ্র নিনাদে -
মেতেছে আষাঢ় আজ মেঘমল্লারে
নৃত্যেগীতে ঘনঘোর বরিষণে।
_________________
অমিতাভ শূর (২৫.৬.১৯)