তোরা আয়রে ছুটে ফাগুন যে ঐ দ্বারে,
মন রাঙ্গিয়ে, রাঙ্গিয়ে ভূবন কেমন তুই দিয়েছিস ধরা
লাল পেড়ে তোর আঁচলখানি মেলে।


দেনা রে তোর একটু ছোঁয়া -
গনগনে তুই বেপরোয়া ,
তোর চাঞ্চল্য আর ফাগুন আগুন জ্বেলে !!

কৃষ্ণচুড়ার ডালে ডালে
শিমুল পলাশ অশোক শাখে
ফাগুন নাচে কি উল্লাসে ধরনী মুখর ...


ফাগুনের এই দোলাচলে
সকল বাঁধন যায় যে টুটে
চঞ্চল হৃদয় যে আজ বড় মগ্নমুখর !


ফাগুন এসে যায় সে বলে সুখকে খুঁজে নাও
কাঁটার মাঝেই গোলাপ ফোটে পঙ্কে যে কমল ।
----------------------
অমিতাভ (২৯.৬.২০১৬)বাড়ি, সকাল ৬-২০