ইট কাঠ পাথরের বেষ্টনী গড়ে,
কালো পিচ রাস্তা করেছি আপন,
তারের বেড়াজালে বন্দী হয়ে
মুঠোফোন জড়িয়ে বুকে তারে করেছি প্রিয়া।
এখানে আকাশ নেই নিঃসীম খোলা,
নেই সবুজের কোথাও কোনও আনন্দমেলা।
পারেনা চাইলেও ছুঁতে এই দুটি পা -
নরম মাটির সবুজ পৃথিবীটাকে।


ইচ্ছামৃত্যু আমি করেছি বরণ,
স্বজ্ঞানে সমাদরে -
বুকে টেনে নিয়ে ওই শহুরে জীবন।


আজিকার ভীষ্ম আমি ,
শহুরে বন্দী দশায় মগ্ন বিভোর হয়ে
খুঁজি মরীচিকা সুখ - আমি আমরণ।
______________________
অমিতাভ (২১.৪.১৮) বাড়ি