ইদানীং যখনই সচেষ্ট হই  -
দুকথা লিখব বলে কবিতায় ছন্দে
কিয়ৎকাল পরেই দেখি ক্লান্ত কলম, শ্রান্ত এই মন,
ভাবনারা যেন আহত হয়ে জটিল কোনও দ্বন্দে ।
পাতার কোণে পড়ে থাকে দেখি
আঁকিবুকি কাটা কয়েকটি কর্কশ লাইন ছন্দহীন নিবন্ধে ।


কোথায় ছন্দ বিশুদ্ধতা কোথায় কাব্য কথার পরিপূর্ণতা ?
ওরা শুধু বকেই চলেছে দেখি অনর্গল অবিন্যস্ত ।
বলে - কপচিওনাতো আর তোমাদের যত ধম্মের বুলি,
হেঁড়ে গলায় শোনাতে হবেনা যত  নিয়মনীতি আর রাজনীতির পদাবলী,
অনেক তো গুছিয়েছ তোমরা যে যেখানে আছ ,
যাওনা - মেলা কপচিওনা ক্ষান্ত দাও এবার ।


মনের ঘরের জটলা থেকে আবারও ওরা বলে শুনি -
এবার তো একটু ক্ষমাঘেন্না কর, হও একটু বিবেচক,
একটু তো নিঃশ্বাস ফেলতে দাও আশাহত  এই দুর্ভাগা আমজনতাকে!


কোথায় ছন্দ কোথায় কাব্য, ওরা দেখি শুধু বকেই চলে -
কবিতা যে আর কিছুতেই লেখা হয়নাতো আজকাল .....
__________________________
অমিতাভ (১২.৭.২০২২) গৃহকোণ