আমার আমি
____________
ঘরের ভিতর ঘর আমার তার ভিতরেও ঘর,
অলিন্দে তার গর্ভগৃহে জ্বলে অক্ষয় প্রদীপ ।
সেখানে বসে যিনি তাঁর পরিচয় ক'জন জানি!
সীমার মাঝে অসীম তিনি এই আমিই তার ভিতর।


আত্মা স্বয়ং তিনিই আমার - আলোকিত অমল ধবল,
নেই শুরু নেই শেষ যে তাঁহার নয় আপন সে নয় পর।
______________________
অমিতাভ (২০.৯.২০২০)বাড়ি, রাত ১২-৫০