সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।


জ্ঞানের দেবী বিদ্যার দেবী,
তুমি দেবী চারুকলারও,
দিওনাগো বাঁচতে একটু -
জ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে শান্তিতে ও সদ্ভাবে ।
বিদ্যা দিও বুদ্ধি দিও -
তবে সবার আগে দিও তুমি সুবুদ্ধি ও সুমতি ।
মানুষকে মনুষ্যত্ব দিও,
দিওনা আর পশু হতে - করি তোমায় মিনতি ।
______________________
অমিতাভ (২৯.১.২০) সরস্বতী পূজা