কলমের কাজ কলম করে
কালি ও কাগজে লিপিবদ্ধ কোরে -
শার্শিতে দেখা অবিকৃত প্রতিচ্ছবির মত।


বাধাহীন ভাবে লিখে যায় যত,
বিকৃত এই সমাজ ও নীতির
দিশাহীনতার কথা।


আমি অক্ষম থামাতে কলম,
সেতো লিখে চলে অবিশ্রান্ত
হারানোর কথাগুলো।


সে যে নির্ভীক একগুয়ে বড় -
উন্নত শির ঋজু।
________________
অমিতাভ (৩.৬.১৮)