আমার প্রাণের মাঝে
সুর হয়ে সে দোলে,
দোলে সদাই মালার মত গলে -
সুগন্ধ সৌরভে।


ভালবাসার প্রদীপখানি সে যে
জ্বালিয়ে রাখে ধূপে দ্বীপে,
যোগিনী সে ভোগী আমি
সে রূপসী আমি সওদাগর।


সেতো অন্তরে বাহিরে আমার,
হৃদয়মাঝে আসন তাহার
মাভৈ বলে ঝাঁপ দিয়েছি,
আমার নেই প্লাবনে ভয়।
__________________
অমিতাভ (৮.৩.১৯)