আমার তুই - (৩)
______________
তোকে নিয়েই স্বপ্ন যত আমার খেলাধুলা ,
তুই যে আমার খেলার পুতুল  আমার গল্প গাথা।
ভ্রমর ওড়ে ফুলে ফুলে সুগন্ধ আর মধুর খোঁজে
ভিক্ষু আমি ধন্য হব তোর মাধুকরীঁ নিয়ে  ।
তোর ওই আঁখির তারায় জীবন দেখি মরণকে তোর কোলে,
তুই যে আমার বাঁচার মন্ত্র প্রাণ ভমরা, সঞ্জীবনী সুধা।
___________________



আমার তুই - (৪)
______________
যৌবনের উচ্ছলতায় আলিঙ্গনের উষ্ণতাতে
দুর্বার ছুটে চলার তুই সাথী সেদিন।
ইলশেগুড়ি মিষ্টিসুখে পথ চলার তুই সেদিন।
আজও আমি তোকে নিয়েই কাটাই নিশি দিন।
ছায়ায় মায়ায় স্বপ্নঘোরে আমায় ঘিরে তুই
তুই যে আমার ফেলে আসা হারানো সুদিন ।
______________________



আমার তুই - (৫)
______________
নাই বা তুই রাখলি আমায় মনে
ভুলতে আমি পারিনি যে আছিস মনের কোনে।
নাই বা তুই আজ নেই পাশে আর
লাচার আমি আজও যে তুই আমার স্বপ্ন মদীরায় ।


চোখে আজ হারালেও তোকে তুই কী জানিস তার ?
মনের মধ্যে তুই যে বেঁচে অন্তহীন অপার !
______________________
অমিতাভ (২৪.১১.২০১৭) বাড়ি, রাত ১-৩০