কখনও ভেবেছিস কি
আমরা দুজন কেমনতর?
মান অভিমান অনেক অনেক,
আছে স্বাধীন মনের খুব বিচরণ,
স্বকীয়তা ক্ষেয়ালখুশি -
আছে দুজনেরই অনেক বেশি।


তবে তুই যে আমার ভাললাগা
আমার আলোর মাছি তুই,
রাগ হলে বেশ মানায় তোকে
আমার বুলবুলি তুই প্রাণের।
তোর সাথে যোগ জানিসনা তুই,
তা শুধু এ'জন্মের নয় অনেক জন্মান্তরের ।


তাইতো এত ঝগড়া বিবাদ
মনের কষাকষি হলেও
মতান্তর মনান্তরের শেষে -
সব ভুলে তাই একাত্ম হই ।
পারিনা যে ভুলতে তোকে ,
সবশেষে তাই বিধৌত হই দুইজনাতে আঁখিজলে ভেসে।
------------------------
অমিতাভ (১৭.৩.১৮)