তুই তো আমার বকুল গন্ধ
পৌষ পাবনের মেলা,
শীতের খেজুর রসের মত
তুই রসালো তরতাজা।


তোর সাথে দুদণ্ড পেলে
ওই চপল হাসির সঙ্গি হলে
সব ভুলে হই বিভোর আমি সঙ্গসুখে তোর
কেমন আমিও যেন এক দিগ্বিজয়ী রাজা হই তখন !


তুই যেন গাঁয়ের পথের হাসনুহানা
আঙিনায় তুই দোলনচাঁপা,
রাত নিশীথের জোনাকবাতি
তুই তপ্ত রোদে ছায়া।


আমার সব পেয়েছির কল্পনায় তুই
দুঃখ সুখে সঙ্গী যে তুই ,
তুই যে আমার ঝর্ণাতলা
বাস্তবে তুই আমার ।
__________________
অমিতাভ (১৭.৩.২০১৮)