দুঃখ? সেতো সবার সাথে
আছে আষ্টেপৃষ্ঠে খুব জড়িয়ে,
চামড়া যেমন দেহের সাথে
যেন কালাকানুর বাঁশী হাতের ।


কিছু ওরা পাথর বুকের
কেউবা ওরা অশ্রু বোকা,
কেউবা কেমন ঘেনর ঘেনর
ঘুণপোকা হাড় মজ্জা খাওয়া ।


কেউ জানেনা দুঃখ যে কার -
কোথায় আছে সঙ্গোপনে,
চলছি ফিরছি তবুও সবাই
কেমন দুঃখ পুষে বুকে পেটে ।


আর দুঃখ? তার কথা কেউ শুনেছ কি?
কেমন সদম্ভে সে বলছে শোনো -
"ওরে আমি যদি না হতাম তবে
থাকত কি কোনও ভাবনা তোদের?


কিসের ক্ষুধা মান অপমান
তোদের বড়ছোটর কিসের অভাব ?
কেনইবা সব মরিস ঘুরে হাপিত্যেসে
যত না পাওয়ার শোক ব্যথা নিয়ে?


আমিই তো সব দিলাম তোদের
ওই মগজটাতে ঢুকিয়ে ঠুসে,
আজ আমার জন্যই দেখ না কেমন
দুঃখ জয়ের খেলায় মেতে আছিস বেঁচে লড়াই করে!"
________________________
অমিতাভ (১১.১.২০১৯)