যতই বলনা তুমি আমাকে বেশ জানো
আমি জানি তুমি আজও তো চেননি আমাকে,  
এও জানি জাননা যে তুমি -
কতখানি ভালবাসি আমি যে তোমাকে  ।


পাতাঝরা পথেই যে আমার যাতায়াত
হেমন্তের আশ্রয়ে বেঁধেছি আমার বাসর ঘর,
শুকনো বিবর্ণ ওই পাতার মর্মরেরা
আর কাঁদায় না আমাকে।
শব্দের হিল্লোল তুলে
ওরা শুধু বলে যায় ফিস ফিস করে –
বন্ধু, এই তো জীবন!
এখানে তোমাকে শুধু তুমিই জানো
বাকি সকলেই যে সবশেষে অজানা অপর
বেলাশেষে এখানে বন্ধু তুমি বড় একেলা!


এখানে আমিও ঠিক তারাদের মত
অগনিতের মধ্যে হয়েও আমি একেলা,
আদি অনন্তকাল ধরে আপন কক্ষপথেই যাব ঘুরে,
জানি অজানা হয়েই সবশেষে রইব চলে যাব - আমি একেলা ।
----------------------------------
অমিতাভ ( ১০.১২.২০১৭)