ওরা যতই আমার দাঁড়াক এসে পাশে ,
যতই বলুকনা ওরা আমায় বিদ্রোহিনী হতে
আমায় ধরতে হাতে কুঠার,
অন্তর হতেও কখনও পাই সাড়া - রুখে দাঁড়াবার,
সইব না আর পুরুষ নামের কাপুরুষের
হাজারো শতাব্দীব্যাপি নারীমাংস ভোগের এই বিকৃত স্বভাব ।


অকুন্ঠ ধন্যবাদ ওগো
তোমরা আছ যারা সাথে ,
তোমরা সবাই পুরুষসাথী সহযোদ্ধারা ।


তবুও অন্তিমে উপসংহারে জানাই
অন্তরের অন্তরতম হতে শুনি এ'কোন সুরধ্বনি ?
আমি যে বারেবারেই শুনি -
" স্নেহময়ী রূপময়ী ওগো নারী তুমি শাশ্বত প্রেমিকা,
মৃত্তিকা পৃথিবী তুমি নারী, তুমি রক্ষনিয়া,
ধাত্রী তুমি মাতৃ তুমি সৃষ্টির প্রবাহিকা "।


এক হাতে খড়্গ আমার অসুর দলনী,
অন্য হাতে আমার অঙ্কে শোভে শিশু - প্রজন্ম আগামির ।
আমি যে মেয়ে গো,  আমার নারী পরিচয় ,
আমার স্তনবৃন্তে সঞ্জীবনী, অমৃত প্রবাহিনী আমি, আমি প্রত্যয় ।
______________________________
অমিতাভ (৭.৫.১৯) বাড়ি, দুপুর ৩-২০


**  বিশ্বের সমগ্র নারীজাতিকে জানাই আমার বিনীত শ্রদ্ধা।