ওরা যতই এসে দাঁড়াক আমার পাশে ,
দিকনা অভয় বলুকনা ওরা বিদ্রোহিনী হতে
আমায় ধরতে হাতে কুঠার,
অন্তর হতেও পাই যে সাড়া রুখে দাঁড়াবার,
সইব না আর পুরুষ নামি কাপুরুষদের আর,
হাজারো শতাব্দীব্যাপি নারীমাংস ভোগের এই বিকৃত স্বভাব।


তোমরা যারা আছ সাথে সহযোদ্ধারা -
অকুন্ঠ ধন্যবাদ ওগো পুরুষসাথী বন্ধুরা আমার।


উপসংহারে তবুও জানাই
এ'কোন সুরধ্বনি শুনি অন্তরতম হতে?
কে যেন শুনিয়ে আমায় বলে বারেবার -
" স্নেহময়ী রূপময়ী তুমি কোমলমতি নারী তুমি শাশ্বত প্রেমিকা,
মৃত্তিকা পৃথিবী তুমি, তুমি রক্ষনিয়া নারী।
ধাত্রী তুমি মাতৃ তুমি সৃষ্টির বাহিকা "।


এক হাতে খড়্গ আমার অসুর দলনী,
অন্য হাতে অঙ্কে আমার শোভে শিশুটি অবলা।
আমি যে মেয়ে ওগো নারী আমার নাম,
আমার স্তনবৃন্তে সঞ্জীবনী - অমৃতধারা।
______________________
অমিতাভ (৭.৫.১৯) বাড়ি, দুপুর ৩-২০


** বিশ্বের সমগ্র নারীজাতিকে জানাই আমার বিনীত শ্রদ্ধা।