আমি তো বাঁচতেই চেয়েছিলাম শান্ত ছোট্য এই নীড়ে
তোমাকে পাশে নিয়ে হাসি আর গানে ...
বাঁচতে চেয়েছি আমি ভোরের রোদ্দুর হয়ে
সকলকে ভালবেসে ভালবাসা নিয়ে -
স্নিগ্ধ সুন্দর এক সরল যাপনে ।


কই? পারলাম কই ?
সবই তো কেড়ে নিলে এক লহমায়
অবেলায় অসময়ে কিচ্ছু না বলে-
ছিনিয়ে নিয়ে গেলে ভালবাসাকে আমার - বলপ্রয়োগে ।


পাখি আর গায়না যে ঘুম ভাঙানিয়া গান
করেনা বকুম বকুম দাওয়ায়, আলসেতে ।
খায়না আর ঘরময় ছুটে - খুঁটে খুঁটে ধান গম,
ফেরেনা সে সন্ধ্যায় উঠোনের কোনে, ওড়েনা সেতো আর ভোরের সূর্য ছোঁয়ায়।


হারিয়ে গিয়েছে কথা, স্বপনে মালা গাঁথা,
প্রেমহীন এ'হৃদয় ছিন্ন মলিন আজ
এক কোণে পড়ে ওই নিস্তব্ধ খন্ডহর হয়ে।
অসময়ে শুনি শুধু হেমন্তের বিকেলের
ঝরে পড়া পত্রমর্মর।


ঘর আছে অবিকল, চারিদিকে আসবাব -
দীপ নেই সাথে
সাজানো সিংহাসন আছে -
দেবী নেই মাঝে,
তুলসিতলায় আর জ্বলেনা সাঁজবাতি
সাজানো জলসা ঘরে নিভে গেছে যত ঝাড়বাতি ।


রোজ রাতে চাঁদ এসে শূন্য ঘরের দিকে
উঁকি দিয়ে ফিরে যায় কি জানি কী ভেবে,
- চাঁদ বলেনা আমাকে!


আমি তো বাঁচতেই চেয়েছিলাম শান্ত ছোট্য এই নীড়ে
তোমাকে পাশে নিয়ে হাসি আর গানে ...
বাঁচতে চেয়েছি আমি ভোরের রোদ্দুর হয়ে
সকলকে ভালবেসে ভালবাসা নিয়ে -
======================
অমিতাভ (২৩।৫।২০১৫) বাড়ি, বিকেল ৫-৩০