পরশ্রীকাতরতা ঘৃণা দ্বেষ আর উপঢৌকন দিয়ে ,
প্রসাদনের চাকচিক্কে আর মুখোশে সাজিয়ে নিজেরে পেশ,
সেতো ভালবাসা নয়,
সেতো এক সওদা সে যে মেকী অভিনয়।


জীবন সুন্দর হয় ,
সুষমামণ্ডিত হয়,
ভালবাসা নিয়ে আর ভালবাসা দিয়ে।


আনন্দ তৃপ্তিময়
অনিন্দ সুখের ঘর,
সেতো নিঃস্বার্থ ভালবাসা ঘিরে।


মেঘ রোদ্দুরে ছাওয়া অনিশ্চিত মানব জীবন,
তারই মাঝে স্বর্গসুখ ,সার্থকতা, শান্তির  শীতল নিলয়-
সেতো বৈভবে নয়, নয়তো সে উন্নাসিকতায়,
সেতো নিহিত ওই নিষ্কলুষ ভালবাসার অতল গভীরে।
______________________
অমিতাভ (4.5.18) বাড়ি, সকাল 6-00