মন চায় শুয়ে থাকি সবুজ ঘাসের উপর দীঘি ভরা জলের কিনারে,
এক সারি সাদা বক যাবে উড়ে, মালা গেঁথে নীলিমার বুকে।
পূবালী হাওয়া এসে শীতল করে দিয়ে যাবে যত যন্ত্রণা বুকের ভিতর।
রাতের তারাদের নিচে শুয়ে রব আনমনে চাঁদের আলোকে জড়িয়ে সারাগায়ে।
অপার বিস্ময় নিয়ে চোখে অপলকে দেখে যাব দুনয়ন ভরে
মহাকাশে অগনন নক্ষত্র মন্ডলের ওই সমারোহ।


ভুলে জেতে চাই আমি পার্থিব জীবনের যত গ্লানী কোলাহল -
বিরামহীন ঘটে চলা এই পৃথিবীর বুকের উপর!
জানিনা কোথায় এগিয়ে চলেছে মানুষ?
এ' যে দেখি অযান্ত্রিকের হৃদয়হীন যান্ত্রিকতার উলঙ্গ প্রয়াস!!


প্রশ্ন শুনি উঠে আসে মনের গভীর হতে  শান্তি কি রয়েছে সম্মুখে ?
___________________
অমিতাভ(১.১২.২০১৭) বাড়ি, ভোর ৬-১৫