রাতভর বৃষ্টিতে একি অনাসৃষ্টি
ভাসিয়ে নিয়েছে ঘর নগর বন্দর ।
এ’শহর ভাসে দেখি রাতের নিয়নে
ভেসে যায় ছিটেবেড়া পলিথিন
ভাসে খোলা আকাশের নিচে ওদের ক্রন্দন  
রাতভর বৃষ্টিতে রাতে ।

মেঘে ঢাকা ভোরে উঁকি দেওয়া আলোয় দেখি চেয়ে
সাজানো টবে নেই আর মাটি – ওরাও ভেসেছে বাদলে ।
আদরের গাছগুলি - গৃহহীন অসহায়
শিকড় বেরিয়ে ওরা শূন্যপানে চেয়ে ।


তারই মাঝে হতবাক হয়ে চেয়ে  দেখি একি !
কোণের  একটি টবে পাতাঝরা শিকড় বের করে
ফুটে আছে এক গুচ্ছ  অপরাজিতা খাঁটি,
আঁকড়ে ধরে প্রানপনে পত্রহীন লতাটিকে তারই !


অম্লান হাসি নিয়ে মুখে
সদ্য ফোটা অপরাজিতা যেন বলে
"প্রাণ আছে - আছে প্রাণ বিলক্ষন নির্বান",
বেঁচে আছে তারা তাই
আগামীর পথ চেয়ে ...
সোনামাখা আসবে সুদিন ।
=====================
অমিতাভ (৩১.৭.২০১৫)ভোর ৬-০০