বুঝেও বোঝেনা কেন
জেনেও কেন যে মন জানতে চায়না আর মানেনা বারন
বারে বারে খুঁজে যায়, মানেনা অবুঝ মন, খুঁজেই বেড়ায়।
যদিও বিলক্ষন জানি বড় অনিশ্চিত এ'জীবন
আঁকাবাঁকা পথ তার বড় অসমান।
তবুও কিছুতেই কেন মানতে পারেনা তোমার অকাল প্রস্থান।
নিতান্ত অসময়ে ফিরে যাওয়া তোমার,
যে কথা ছিলনা লেখা সন্ধি লগ্নের অঙ্গিকারে তোমার আমার।


এযে বড় কঠিন সময় এই বুকের ভিতর
অসময়ে হারানোর করুনাধারায়।


বুঝতে পার কি প্রিয় ?
বাতাসে আজও পাই সুগন্ধ সৌরভ তোমার,
শুনি যে গুঞ্জন ওই মিস্টি হাসিটি মধুর ।
নিরঘুমে কাটে যে রাত তুমি তো আলেয়া, আমি যে তোমার পিছে পিছে,
মন - তুই তো তবুও তাকে দেখাস আলোছায়ে!


কেন যে বেঁধেছিলে এ'হৃদয় ভালবাসা প্রেম দিয়ে এত উষ্ণ আন্তরিকতায় ,
কেন করে দিয়ে গেলে এত অস্থির অশান্ত অসম্পুর্ণ এই জীবন আমার ?
ভেসে চলা কাটা ঘুড়ি মেঘেদের দেশে, জানেনা কোথায় তার ঘর !!


বুঝেও বোঝেনা কেন
জেনেও কেন যে মন জানতে চায়না আর মানেনা বারন
বারে বারে খুঁজে যায় অনন্ত প্রতীক্ষায় তোমার।
---------------------------------------
অমিতাভ (১৬.৮.২০১৬)