ফুলের গন্ধে শিশির ছোঁয়ায়
মাতলো ভুবন আলোর ছটায় ,
উঠল ডাকি ভোরের পাখি
জাগল নুতন ভোর ।


জাগরণের দীপ্তি প্রভায়
হারলো কালো আলোর ছোঁয়ায়,
ওঠো জাগো দেখ চেয়ে
দেখ আলোর ভোর ।


ওই যে রবি আকাশপারে
ঘুচিয়ে আঁধার সোনারঙে ,
প্রাণবন্ত আলোর ভূবন
সামনে নতুন ভোর ।


দূর হোক যত বিষণ্ণতা
পাপ তাপ কলুষতা,
অরুণ আলো নিয়ে দ্বারে
ওই আশির্বাদি ভোর ।
____________________
অমিতাভ (৮.১২.১৮)