বাঁচতে চাই আমিও
________________
হ্যাঁ আমিও বাঁচতে চাই অতি অবশ্যই,
কেন নয় ?
কেন ছেড়ে দেব আমার জন্মগত অধিকার
প্রকৃতি হতে জল বায়ু নিঃশ্বাস নিয়ে -
কাউর তাঁবেদারী না করে সুস্থ চিন্তা নিয়ে বেঁচে থাকবার ?
বাঁচতে তো চাই আমি,
তবে ভালবাসা পেয়ে, ভালবাসা বিলিয়ে দিয়ে -
সুশোভন সুকোমল সুস্থ পরিবেশে।


তাদেরই ভালবাসতে চাই আমি যে জানে বাসতে ভাল,
জানে নিঃস্বার্থ অম্লান ভালবাসা দিতে।
কখনোই বাসবনা ভাল বিলিয়ে দেবনা ভালবাসা
অস্থানে কুস্থানে ভালবাসার আদিখ্যেতা দেখিয়ে
অমানুষ যত পাশবিক প্রবৃত্তির অধিকারিকে ভালবেসে,
করবনা অপচয় অপাত্রে ভালবাসার নৈবেদ্য সাজিয়ে।


ভালবাসা ভালবাসা - সেই তো জীবন,
বেঁচে থাকি পথ চেয়ে কাঙ্গাল কাঙ্গালি হয়ে তুমি আমি,
নির্মল সুকোমল ভালবাসার ছোঁয়াটুকু পেয়ে -
পূর্ণ করে নিতে ইহজীবনের পাত্রখানি।
তাকে নিয়ে করে যে খেলা হেলায় ফেলায়,
সেতো নির্মম অমানুষ গনশত্রু সে।  ।


কখনোই করবনা অপমান আমি নির্মল সুন্দর পবিত্র ভালবাসার,
অঞ্জলি দিয়ে তাকে অপবিত্র স্থানে কিংবা ছড়িয়ে উলুবনে।
ভালবাসার পূজারী আমি,
রক্ষা করতে চাই শাশ্বত ভালবাসাকে আমি বড়ই সমাদরে,
ছড়িয়ে দিয়ে তার সুগন্ধ সৌরভ -
সুশোভন সুকোমল সুস্থ পরিবেশে।


হ্যাঁ বাঁচতে তো চাই আমিও,
কেন নয় ?
তবে ভালবাসা পেয়ে, অক্লেশে ভালবাসা বিলিয়ে দিয়ে -
সুশোভন সুকোমল সুস্থ পরিবেশে।
_____________________________
অমিতাভ (২৪.১.১৯)