চারটে দিন তো এখন শুধুই
বল দুগ্গা মাইকি , দুগ্গা মাইকি জয়।


রকে হোক কিংবা শুড়িখানায়
মন্দিরের চাতাল হোক নাহয় বাচাল মাতাল
আসর মজলিস হোক, হোক না পাব নয় হাসপাতাল,
চারিদিক হতে শুনি রাতদিন একই ধ্বনি,
আনজয় - বল দুগ্গা মাইকি আর বল দুগ্গা মাইকি ।


নেই জাত নেই ধর্ম কোনও আছে শুধু আনন্দঘন,
আছে বিশ্ব মিলন মেলায় ধ্বনি - বল দুগ্গা মাইকি ।


বলি ও দাদা ও দিদিভাই -
বলুননা আরও কিছু কি চাই ?


চাই চাই চাই যে শুধু আসুক ফিরে ফিরে
শারদীয়া আন্দমেলা বিপুল সমারোহে।
শিউলি কাশের দোলে হোক শারদ জয়গান
ভালবেসে হয়ে যাক - বল দুগ্গা মাইকি, দুগ্গা মাইকি জয় ।
___________________
অমিতাভ ( ৫।১০।১৯ )


** শুভ মহাসষ্ঠী সন্ধ্যা